ডেস্ক: সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির (পুনঃগঠন প্রক্রিয়া) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিদিশা বলেন, ‘এরশাদ হযরত শাহজালালের পূণ্যভূমি ও এখানকার মানুষকে ভালোবাসতেন। তাই এই পূণ্যভূমি থেকেই আমি নির্বাচনী প্রচারণা শুরু করছি।’
বিদিশা বলেন, ‘এরশাদ আমার জন্য কিছুই রেখে যাননি। আমানত হিসেবে রেখে গেছেন আমাদের সন্তান এরিক। আর শক্তি হিসেবে রেখে গেছেন আপনাদেরকে। আপনারাই আমার শক্তি। এরিক জাতীয় পার্টির একমাত্র উত্তরাধিকার। এরিককে বাদ দিয়ে যারা জাতীয় পার্টি করতে চাচ্ছেন তাদের পথচলা অনেক কঠিন হয়ে যাবে। এরিকের জীবন যারা কঠিন করে দিয়েছে, বিশ্বাস করুন আল্লাহর কসম আমি তাদের জীবন আরও কঠিন করে দেব।’
জাতীয় পার্টির ভবিষ্যত প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আপনারা আমার শক্তি বলেই আপনাদেরকে নিয়ে আমি জাতীয় পার্টি পুনঃগঠন প্রক্রিয়ার ডাক দিয়েছি। জাতীয় পার্টি আমি ঠিকই ছিনিয়ে আনবো-ইনশাআল্লাহ। হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ারে এরিক বসবে, সেটা বেশি দূরে নয়। পল্টন, বনানী, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ সমস্ত অফিসে এরিক যাবে এবং তার বাবার চেয়ারে বসবে।’
জাতীয় পার্টি (পুনঃগঠন প্রক্রিয়া) সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এরিক এরশাদ প্রধান বক্তা ও দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া প্রধান আলোচকের বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিদিশার রাজনৈতিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. তানভির ইকবাল, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমদ, মেজর (অব.) শিবলী মো. সাদিক, জাফর ইকবাল নিরব, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিস মাহবুব প্রমুখ।