টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৫০ রান করে সাকিবরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৭ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।
রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু হয়। এতে ৪ রানে জয় পায় বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই ব্রিসবেনের গাব্বায় জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চেয়েছিল তাসকিনরা। সে সময় উইকেট শুকনো উল্লেখ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব।