ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর সংখ্যা রয়েছে অপরিবর্তিত ২৯ হাজার ১১৮।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানাননো হয়। এর আগের তিনদিন বৃহস্পতি, শুক্র এবং শনিবারও করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি দেশে।
আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।
২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় ৭ হাজার ৯৭১টি।