আর্কাইভ  মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত       বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই বোন-ভাই নিহত       বুড়িতিস্তা সেচ প্রকল্প বাতিল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে কৃষকদের মানববন্ধন       নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন       ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির      

 

ট্রাম্পকে অভিনন্দন জানাননি ড. ইউনূস, প্রেস রিলিজটি ভুয়া

বুধবার, ৬ নভেম্বর ২০২৪, রাত ১০:৩৯

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৭৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, আর কমলা হ্যারিস পেয়েছেন ২১৯টি। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিনন্দন জানিয়েছে ট্রাম্পকে এরকম একটি প্রেস রিলিজ ভাইরাল হয়েছে। এই দাবির সঙ্গে ড. ইউনূসের স্বাক্ষর সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তির ছবিও প্রচার করা হচ্ছে।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে এই প্রেস রিলিজ দেননি বরং ভুয়া একটি প্রেস রিলিজের মাধ্যমে বানোয়াট দাবিটি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে কথিত প্রেস রিলিজটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়৷ যেমন, প্রধান উপদেষ্টা শীর্ষক লোগো আর ইংরেজিতে চিফ এডভাইজার লেখা প্যাডের শিরোনামের অবস্থানের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। এ ছাড়া উল্লিখিত বাক্যগুলোর শব্দ চয়নেও অপ্রচলিত এবং অপ্রাতিষ্ঠানিক শব্দের ব্যবহার লক্ষণীয়।

কথিত এই প্রেস রিলিজের বিষয়ে পরবর্তী অনুসন্ধানে গণমাধ্যম বা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কোনো তথ্য মেলেনি। এ বিষয়ে নিশ্চিত হতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে প্রেস রিলিজটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন


 

Link copied