ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের নেকমরদ কুমারগঞ্জ নতুনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উপজেলার কাশীপুর এলাকার সোলেমান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক।
আহতরা হলেন—হরিপুর উপজেলার ভারডাঙ্গি গ্রামের জামালের ছেলে মুক্তারুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মোছা. সুলতানা (২৫), এবং বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট এলাকার অনিন্দ্র রায়ের ছেলে সঞ্জয় রায় (২৭)।
তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেল রাণীশংকৈল থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসিম নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি মুহ. আরশেদুল হক জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।