স্টাফরিপোর্টার,নীলফামারী॥ মিনি পেট্রোল পাম্প বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলায়। মঙ্গলবার(২৯ জুলাই) সকালে উপজেলা শহরের বাবুরহাট টিএন্ডটি রোড সংলগ্ন ‘মেসার্স বক্কর এন্ড সন্স’নামের একটি মিনি পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়েছে শ্রাবন নারায়ন (১৮) নামে কর্মচারী। সে পার্শ্ববর্তী ডোমার উপজেলার মৌজাপাঙ্গা এলাকার সুধু নারায়নের ছেলে। তাঁকে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে পেট্রোল উত্তোলনের সময় বৈদ্যুতিক মোটরটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হন শ্রাবন নারায়ন। সেইসাথে ওই পাম্পের সাথের লাগানো টিবিএস মোটরসাইকেল দোকানে রক্ষিত ৮টি চার্জার অটো, ৬টি মোটরসাইকেল, ১০০টি ১২ ভোল্টের ব্যাটারি, এছাড়া পাশের গালামাল দোকানের ১ হাজার লিটার সয়াবিন তেল, ৫০ বস্তা আটা, ৫০ বস্তা চিনি, ১০০ বস্তা সাবান, ৩০ বস্তা ডিটারজেন্ট এবং ওই পাম্পের ২ হাজার লিটার ডিজেল ও পেট্রোল পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্থরা ক্ষয়ক্ষতির পরিমান অর্ধকোটি টাকা বলে দাবি করেছেন।
ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।