স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় আশি বছরের এক অজ্ঞাত বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার(১৫ ডিসেম্বর) দুপুরে ডোমার উপজেলার জোড়াবাড়ি হলহলিয়া গ্রামের রেলপথের ধার হতে জিআরপি পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর থানার হিমঘরে রেখেছে।
পুলিশ ধারনা করছে রেললাইন পার হবার সময় কোন ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধা ছিটকে পড়ে নিহত হয়।
সৈয়দপুর জিআরপি থানার ওসি মাহমুদুল নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্ত করা হবে। তবে এখন বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।