ঢাকা-লালমনিরহাট রুটে ‘বুড়িমাড়ি এক্সপ্রেস’ ও ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন চালু হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ দুটি ট্রেন চলাচল করবে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
তিনি জানান, রেলপথে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত আরও সহজ করতে বুড়িমারি এক্সপ্রেস নামে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে।
রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবে। ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।
ঢাকা থেকে যমুনা সেতু হয়ে শান্তাহার পার্বতীপুর রুটে রংপুর হয়ে লালমনিরহাটের বুড়িমারি পর্যন্ত চলাচল করবে এ ট্রেন।