নিউজ ডেস্ক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। আসনটিতে রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কবির আহমদ।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে। রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র বিক্রি চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত দলটির মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। জাতীয় নাগরিক পার্টির বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতা এখনও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেননি।