উম্মে জেবিন, বেরোবি প্রতিনিধি: দীর্ঘদিন যাবৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় নিম্ন মানের খাবার পরিবেশন, কোনো প্রশাসনিক নোটিশ ব্যতীত খাবারের দাম বৃদ্ধি, স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে এমন অপরিষ্কার বোতলে পানি পরিবেশন, অপরিচ্ছন্নতা সহ নানান অব্যবস্থাপনার অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়া হওয়া উচিত শিক্ষার্থীবান্ধব এবং স্বাস্থ্যসম্মত সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া হয়ে উঠেছে শিক্ষার্থীদের ভোগান্তির আরেক নাম।
শিক্ষার্থী সবুর বলেন, আমি মনে করি ক্যাফেটেরিয়া বন্ধ করে দেয়া উচিত, এটি কোনো শিক্ষার্থীবান্ধব ক্যাফেটেরিয়া নয় বরং একটি ৫ তারকা হোটেল। খাবারের অতিরিক্ত দাম,খাবারের নিম্ন মান, সকালে ক্লাস করতে আসলে খাবার পাওয়া যায়না। সকাল ১০/১১ টায় এসেও এখানে খাবার খেতে পারিনা, বাধ্য হয়ে বাহিরে যেতে হয়। টেবিলে অপরিষ্কার প্লেট পরে থাকে, লোকবল সংকট। আমাদের ভালো যদি না দেখা হয় তাহলে এই ক্যাফেটেরিয়া থেকে আসলে লাভ কি?
শিক্ষার্থী হেলাল বলেন, মালিকের পর মালিক পরিবর্তন হয় কিন্তু আমাদের ভাগ্য আর পাল্টায় না, সামান্য একটা সিংগারা ১০ টাকা। বাহিরেও তাই, তাহলে এখানে আমরা কেনো খাবো? বিশ্ববিদ্যালয়ের ভেতরে খাবারের দাম অবশ্যই বাহিরের তুলনায় একটু কম রাখা উচিত। সবাই ব্যবসা করে চলে যায় কিন্তু আমাদের সুবিধা কেউ দেখেনা। প্রশাসন ও এ বেপারে উদাসীন।
মিনহাজ নামে আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, যেসব বোতলে এখানে পানি দেওয়া হয় তা কখনো ধোয়া হয় বলে মনে হয়না। আগে জগ এবং গ্লাস থাকলেও এখন আর তাও নেই। এসব বোতলের অবস্থা দেখলে আর পানি খাওয়ার রুচি থাকেনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য নিশ্চিত করা প্রশাসনের দায়ীত্ব যা তারা পালন করতে ব্যর্থ হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের এর সাথে কথা বলতে তার দপ্তরে গেলে উনি অভিযোগের বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, এ বেপারে আমি কোনো কথা বলতে পারবো না।