আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

তানজিদ-জাকেরের হাফ সেঞ্চুরির পরও অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক:  তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিকের হাফ সেঞ্চুরি সত্ত্বেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ৭৭ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এক পর্যায়ে ভালো অবস্থানে থাকলেও মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। অভিষিক্ত পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান মিলে গড়েন ২৯ রানের জুটি। ইমন ফিরলেও (১৬ বলে ১৩ রান), তানজিদ ও শান্ত জুটি গড়ে এগিয়ে নেন দলকে। ক্যারিয়ারের চতুর্থ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন তানজিদ। তবে শান্ত রানআউট হলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়।

এরপর একে একে সাজঘরে ফিরে যান লিটন দাস (০), মেহেদী হাসান মিরাজ (০), তাওহীদ হৃদয় (১), তানজিম হাসান সাকিব (০) ও তাসকিন আহমেদ (০)। ৬১ বলে ৬২ রান করে তানজিদও ফেরেন একই সময়ের মধ্যে। হাসারাঙ্গা ও কামিন্দুর স্পিনে ধসে পড়ে বাংলাদেশ। ১০০ রানের পরই ১০৫ রানে দাঁড়িয়ে যায় সফরকারীদের স্কোর, তখন তাদের ৮ উইকেট পড়ে যায়।

শেষ দিকে জাকের আলী অনিক কিছুটা লড়াই করার চেষ্টা করেন। ৬৪ বলে ৫১ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কিছুটা কমালেও জয় এনে দিতে পারেননি। মুস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন তিনি। সবশেষে ১৬৭ রানেই অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৪ উইকেট এবং কামিন্দু মেন্ডিস নেন ৩ উইকেট। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিক দলের পক্ষে ১০৬ রানের ইনিংস খেলেছেন আসালাঙ্কা। টাইগারদের পক্ষে ৪৭ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন তাসকিন। 

মন্তব্য করুন


Link copied