ডিজার হোসেন বাদশা : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের চাপায় রাজু (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সদ্দারপাড়া এলাকায় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রাজু নামে ওই পাথর ব্যবসায়ী দিনাজপুর জেলার মুরাদপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। রাজু গত ৬ মাস ধরে সদ্দারপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজু শ্বশুর বাড়িতে থেকে পাথর ব্যবসা করে আসছিলো। মঙ্গলবার দুপুুরে তেঁতুলিয়া সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। একসম সদ্দারপাড়া এলাকায় ঈদগাহ সামনে তেঁতুলিয়া- বাংলাবান্ধা সড়ক থেকে মোটরসাইকেলটি বামপাশে ঘুরাতে যায় সে। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে লেগে গেলে পড়ে যায় সে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে সে। তবে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।