আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

দলগুলোর সংশয় না থাকলে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সম্ভব: আসিফ নজরুল

শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:৪৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  সরকার ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করতে সংস্কার করছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরনের সংশয় না থাকলে অনেক প্রস্তাব বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (ফেব্রুয়ারি ০৮) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে রিপোর্টগুলো প্রকাশ করা হয়।

সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন বিষয়ে আসিফ নজরুল বলেন, সব রাজনৈতিক দলেরই সংস্কার ভাবনা আছে। কাজেই আমরা মনে করি, ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে, এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না। তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে।

তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা সময়ক্ষেপণ করার, সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য, রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল (মৌলিক) শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো অতি জরুরি সেগুলো করার সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনোরকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নাই।

আশু করণীয়, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি—এই তিন ধরনের সুপারিশ করেছে সংস্কার কমিশনগুলো। আশু করণীয় সুপারিশগুলোর মধ্যে অন্তত ৫০ শতাংশ এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, কিছু আশু করণীয় সুপারিশ আছে, যেগুলো রাজনৈতিক দলের  ঐকমত্য ছাড়াই বাস্তবায়ন সম্ভব। যেসব সুপারিশ রাজনৈতিক দলের ঐকমত্যের প্রয়োজন, সেগুলো দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু সুপারিশ নির্বাচনের পর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি আলোচনা শুরু করতে চাই। ওনারা চাইলে আমরা এই আলোচনা রোজার মধ্যেও করতে চাই।

আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সহনশীলতা, অবাধ মতপ্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মন্তব্য করুন


Link copied