স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(৩ জানুয়ারি) মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা শহরের বাবুপাড়া এলাকার নাজমুল হোসেন ও জুম্মাপাড়া এলাকার ফরহাদ হোসেন।
শনিবার(৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সাঈদ।
পুলিশ জানায়, নীলফামারী সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম শাহ আলম তমুর গ্যারেজে অগ্নিসংযোগ ও হামলা মামলায় গ্রেপ্তার করা হয় তাদের। নাজমুলের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। সে জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অপরজন ছাত্রলীগ কর্মী।