স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ “তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নীলফামারী জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সবা বিভাগের এর সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার(২৪ জুন) দুপুর ২টায় এ প্রশিক্ষণ শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয়ক) সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (তামাক নিয়ন্ত্রণ সেল) হোসেন আলী খোন্দকার।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আবু হানিফ, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে তামাক নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। তাই তামাক উৎপাদন, বিপণন, ও ব্যবহার কমাতে আমাদেরকে পারিবারিক পর্যায় থেকেই উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা তৈরি করতে হবে। তাহলেই আমারা ধূমপান ও তামাক ব্যবহার কমিয়ে এনে প্রধানমন্ত্রীর ঘোষণা ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।