আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩ ● ৬ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: তাহলে কি ভাঙছে বিএনপি?       চিলমারী-রৌমারী রুটে শুরু হলো ফেরি চলাচল       রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার       পদ্মা সেতুর আয় হাজার কোটি টাকা ছাড়াল       রংপুরে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা      

নীলফামারীতে শহীদ শেখ কামাল মঞ্চের উদ্ধোধন

শনিবার, ৫ আগস্ট ২০২৩, বিকাল ০৬:৪৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রবেশদ্বারের পাশে উদ্ধোধন করা হয়েছে নবনির্মিত শহীদ শেখ কামাল মঞ্চ। শনিবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে শহীদ শেখ কামালের নামে এই মঞ্চের উদ্ধোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। মঞ্চটি উদ্ধোধনের পর সেখানে পুস্পমাল্য অর্পণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল চিরকাল আমাদের তারুন্যের প্রতীক হয়ে থাকবেন। জাতির পিতার সন্তান হয়েও তিনি জীবন যাপন করেছেন সাধারণ মানুষের মতো। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে তাকে আমরা হারিয়েছি। 
তিনি আরো বলেন, শহীদ শেখ কামাল তারুন্যের প্রতীক বীর মুক্তিযোদ্ধা পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। স্বাধীন বাংলাদেশে তিনি ক্রীড়া ও সংষ্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একদিকে যেমন আবাহনী ক্রীড়া সংস্থা অন্যদিকে গড়ে তোলেন নাটকের দল, সংগীতের ব্যান্ড। তিনি ছিলেন একজন সাহসী বিচক্ষণ নেতা। ক্রীড়াঙ্গনের প্রতিভাবান সংগঠক এবং সংষ্কৃতি অঙ্গনের অসাধারণ প্রতিভা। 
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা শেষে প্রবীণ ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান, বিভিন্ন কাবকে ক্রীড়া সামগ্রী বিতরন ও শেখ কামালের জীবনী নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন। তিনি জানান, জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চার লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে শহীদ শেখ কামাল মঞ্চটি নির্মাণ করা হয়।
এদিকে নানান আয়োজনে শনিবার দিনভর এ জেলায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়। এদিন সকাল ৯টায় দিবসটি উপলে শেখ কামাল স্টেডিয়াম চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মামুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। সেইসঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিা প্রতিষ্ঠানের শিক ও শিার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান। পরে শেখ কামালের জন্মদিন উপলে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরপর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পৌরসভা বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। 

মন্তব্য করুন


 

Link copied