আর্কাইভ  মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫ ● ৯ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
দাদির কোলে ছবি দিয়ে জাইমার দেশে ফেরার বার্তা, রাজনীতিতে আসার ইংগিত

দাদির কোলে ছবি দিয়ে জাইমার দেশে ফেরার বার্তা, রাজনীতিতে আসার ইংগিত

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

একনেকে ৪৬ হাজার ৪২০ কোটি টাকায় ২২ প্রকল্পের অনুমোদন

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:৪৬

Advertisement

নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ২২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি ও মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ৩টি। এসব প্রকল্পের ব্যয় ধরা হয় ৪৬ হাজার ৪২০ কোটি টাকা। এই ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বিদেশিঋণ ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা ও বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।  

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অংশ নেন। 

সাধারণত, একনেক বৈঠক শেষে প্রকল্পের বিস্তারিত এবং সরকারের বিভিন্ন নীতি নির্দেশনা দিয়ে ব্রিফ করে থাকেন পরিকল্পনা উপদেষ্টা। তবে আজ বৈঠক শেষে কোনো ব্রিফিং হয়নি। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে জানানো হয়, উপদেষ্টার গুরুত্বপূর্ণ অন্য কর্মসূচি থাকায় ব্রিফিং বাদ দেওয়া হয়েছে। 

বৈঠকে ২২টি প্রকল্প অনুমোদন ছাড়াও পরিকল্পনা উপদেষ্টার পক্ষ থেকে  ইতোমধ্যে অনুমোদিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেকে অবহিত করা হয়। ৫০ কোটি টাকার কম ব্যয়ের সব প্রকল্প পরিকল্পনা উপদেষ্টা অনুমোদনের এখতিয়ার রাখেন। এজন্য একনেকের অনুমোদনের প্রয়োজন হয় না।

মন্তব্য করুন


Link copied