আর্কাইভ  রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩ ● ৯ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

বুধবার, ৫ অক্টোবর ২০২২, দুপুর ১১:১৩

নীলফামারী: নীলফামারীতে গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জেলা শহরের সবুজপাড়া এলাকার শেখ আব্দুস সাত্তারের ছেলে আহমেদ শহিদুল কবির বাবু (৫২) এবং শহরের থানাপাড়া মহল্লার অ্যাডভোকেট আব্দুল হাকিমের ছেলে ইমাম সেবতাগুল নুর আল রাজি বাবু (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলে সৈয়দপুর থেকে আসছিলেন শহিদুল কবির ও সেবতাগুল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। গাড়িসহ চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে।

উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দ্রুতগতির ওই গাড়ির চাপায় নিহত হয়েছেন শহিদুল কবির ও সেবতাগুল।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ‌‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার সকালে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মন্তব্য করুন


 

Link copied