আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩ ● ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা       আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু       নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নিতে স্বারকলিপি প্রদান       নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন       নীলফামারীতে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      

নীলফামারীর পৃথক সড়ক দূর্ঘটনায়  এনজিও কর্মী সহ প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, রাত ০৯:২৮

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ পৃথক সড়ক দুর্ঘটনায় নীলফামারীতে সোমবার(২৪ এপ্রিল) তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 
ডিমলা উপজেলার ডাঙ্গারহাট এলাকায় দুপুরে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে রাফিক ইসলাম (২২) ও বুলু হোসেনের ছেলে রিপন ইসলাম (২৩) নিহত হয়। 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বেপোয়ারা গতিতে একই মোটরসাইকেলে করে ডাঙ্গারহাট বাজার থেকে গোমনাতি বাজারের দিকে যাচ্ছিলেন ওই দুই বন্ধু। পথে মোটরসাইকেলটি বালাপাড়া শহীদ মিনারের সামনে পৌঁছালে সামনে দিয়ে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লেগে দুইজনই ৫০ গজ দুরে ছিটতে পড়ে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ডিমলা থানার ওসি  লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
অপরদিন একই দিন বিকালে নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় সন্দীপন ঘোষ তমাল (৩২) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। জলঢাকা-ডোমার সড়কে সলেমানের চৌপথি নামক স্থানে ঘটনায় আহত হলে সন্ধ্যা ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সন্দীপন ঘোষ তমাল ডোমার উপজেলা শহরের সাহাপাড়ার তাপস কুমার ঘোষের ছেলে। তিনি বেসরকারি সংস্থা প্রশিকায় ডোমার উপজেলার চিলাহাটি কার্যালয়ে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 
জলঢাকা থানার ওসি ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত য্বুক মোটরসাইকেল চালিয়ে জলঢাকা থেকে ডোমার যাচ্ছিল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। তাকে আহত অবস্থায় রংপুর নিয়ে যাওয়ার পথে মারা যায়। 

মন্তব্য করুন


 

Link copied