আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিােভ সমাবেশ

মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, দুপুর ০২:০৬

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সুপ্রিম কোর্টে বার নির্বাচনে গ্রহণযোগ্য সার্বজনীন কমিশন গঠনের মাধ্যমে পূর্ণনির্বাচন, আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন এবং আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিােভ সমাবেশ করেছে নীলফামারী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার(২০ মার্চ) দুপুরে নীলফামারী আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোঃ সোয়েম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, এ্যাডভোকেট সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিশন, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আজিম হোসেন প্রমুখ।
এসময়ে বক্তারা সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন ও আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি ও আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ শতাধিক আইনজীবী ও সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে। প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের। 

মন্তব্য করুন


 

Link copied