স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী শহরের ডালপট্টি নামক স্থানে মোটরসাইলের ধাক্কায় বাইসাইকেল আরোহী সহিদুল ইসলাম (৫৪) নিহত হয়েছে। শনিবার(২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় প্রথমে তিনি আহত হন। মাথায় প্রচন্ড আঘাতে রক্তপাত হচ্ছিল। তাকে স্থানীয়রা নীলফামারী জেনারেল হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় মারা যান তিনি। নিহত সহিদুল ইসলাম জেলা সদরের টুপামারী ইউনিয়নের গোবিন্দপুর শাহপাড়ার মৃত গফ্ফার আলীর ছেলে। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেল সহ আরোহী পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।