আর্কাইভ  বুধবার ● ২৭ আগস্ট ২০২৫ ● ১২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

২০২৬ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা

আবু সাঈদ হত্যার বিচার শুরু, ট্রাইব্যুনালে অশ্রুসিক্ত বাবা

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসি ডিবি হারুনের দাপটে ভিন্ন খাতে যায় মামলার তদন্ত

মুনিয়া হত্যারহস্য ফাঁস
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং ডিসি ডিবি হারুনের দাপটে ভিন্ন খাতে যায় মামলার তদন্ত

নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, জামাই লাপাত্তা

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, রাত ১০:৫১

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে নিজের বসতঘরে আগুন লাগানোর অভিযোগে মো. কাবুল মিয়া (৩৫) নামে এক যুবক পলাতক রয়েছেন। সোমবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে উপজেলার কাশিরাম গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে বসতঘরের আসবাবপত্রসহ পালিত ২টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়। প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম আহত হন। তিনি বাম হাতে গুরুতর দগ্ধ হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয়রা জানান, কাবুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকাসক্ত। স্ত্রী ও শাশুড়ির কাছে নিয়মিত নেশার জন্য টাকা চাইতেন। টাকা না দিলে গালাগালি, মারধর এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন। সোমবার সকালে স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে তিনি ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার রাতে স্ত্রী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়ার পর কাবুল মিয়া আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও তিনি আশপাশের বাড়ির বৈদ্যুতিক মোটরের সংযোগ কেটে দেন, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রমজান আলী বলেন, “অভিযুক্তের স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন


Link copied