আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

পঞ্চগড়ে গোপনাঙ্গ কাটা গিয়ে এক ব্যক্তির মৃত্যু

শুক্রবার, ২২ জুলাই ২০২২, বিকাল ০৬:০৫

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে গোপনাঙ্গ কাটা গিয়ে রুস্তম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালুকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত রুস্তম আলী একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুস্তম আলী নামে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পর দুপুরে জানাযার নামাজ উপলক্ষে মরদেহের গোসল করাতে নিয়ে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে গত শনিবার গোপনাঙ্গের ময়লা পরিস্কার করতে গিয়ে কাটা যাওয়ার পর থেকে রক্তক্ষরণের কারণে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন


Link copied