আর্কাইভ  শনিবার ● ১১ অক্টোবর ২০২৫ ● ২৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম

বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

রংপুরে ডা. এ জেড এম জাহিদ
বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন নিয়ে?

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

ইসরায়েল থেকে তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

পঞ্চগড়ে প্রেমিকের হাতে প্রেমিকা খুন!

বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪, রাত ০৯:২৫

Advertisement

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পরকীয়া প্রেমের প্রেমিকের হাতে শাহনাজ পারভীন (২৫) নামে দুই সন্তানের জননী এক নারী খুন হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মতিয়ারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শহনাজ পরভীন একই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তাদের ৬ বছরের একটি মেয়ে ও একটি ৪ মাস বয়সী সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহনাজের স্বামী মজিদ গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজ করার সুবাদে ঢাকায় থাকতো। দুই বছর আগে প্রতিবেশী আইনুলের ছেলে রাজুর (২৭) সাথে পরকীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে শাহনাজ। এক সময় কোন এক কারণে তাদের পরকীয়া প্রেম ভেঙ্গে যায়। এদিকে ঈদের দিন বৃহস্পতিবার সকালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা ঈদের নামাজ পড়তে ঈদগাহে গেলে আগে থেকে ক্ষিপ্ত হয়ে উৎপেতে থাকা রাজু তার বাড়িতে যায়। এর মাঝে শাহনাজারের বড় মেয়ের সামনে শয়ন ঘরে রাজু ধারালো দেশী অস্ত্র (ছুরি) দিয়ে আলোপাতারি আঘাত করে গলা কেটে দেয়ি পালিয়ে যায়। এদিকে শিশুটির কান্না ও চিৎকারে স্থানিয়রা এগিয়ে গিয়ে শাহনাজের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদে খবর দেয়।

এ ঘটনায় এলাকা জুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে।

এ দিকে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। পলাকত রাজুকে গ্রেফতারের চেষ্টা চলছে একই সাথে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য করুন


Link copied