আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল, দাবি ইরানের

বুধবার, ১৮ জুন ২০২৫, রাত ১০:৪৩

Advertisement

নিউজ ডেস্ক:  ইসরায়েল কয়েক দফায় হামলা চালিয়েও পরমাণু স্থাপনার কোনও ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছে ইরান।

এক প্রশ্নের জবাবে বুধবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি এই দাবি করেন।

তিনি বলেন, “দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। আমাদের কর্মীরাও তাদের দায়িত্বে অবিচল রয়েছেন ও নিজ নিজ ‘দুর্গে’ অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন।”

এসলামি আরও বলেন, “ইরানি জনগণের মধ্যে গর্ব ও শক্তির কোনও অভাব নেই। তারা কখনও বাইরের শক্তির কাছে নতি স্বীকার বা আত্মসমর্পণ করেনি।”

শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনও সাফল্য অর্জন করা কখনওই সম্ভব হবে না।

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাতেও হামলা চালায় দখলদার দেশটির সেনাবাহিনী।

প্রথম দিনের হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ও কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হন।

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। শেষ খবর পাওয়া পর্যন্ত পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ’ ড্রোন পাঠিয়েছে দেশটি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বুধবার জানিয়েছে, ইরানি হামলায় ইসরায়েলে রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০ জনের বেশি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, সিএনএন

মন্তব্য করুন


Link copied