আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

প্রিপেইড মিটার স্থাপন বন্ধে সরকারকে আলটিমেটাম, না হলে অবরোধের হুঁশিয়ারি

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, রাত ০৮:২৬

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি-লুটপাটের প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। এজন্য ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আলটিমেটামে দাবি আদায় না হলে রংপুর অবরোধ করাসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী।


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন বিদ্যুৎ গ্রাহক ফোরাম। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার অনুগত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখনো বহাল তবিয়তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে ঘাপটি মেরে আছে। অথচ জুলাই বিপ্লবে সরকারের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে রংপুরের আবু সাঈদসহ সারা দেশে দেড় হাজারের বেশি ছাত্র-জনতা শহীদ হয়েছেন। হাজার হাজার যুবক ও তরুণ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নিয়ে হাত-পা-চোখ হারিয়েছেন। কেউবা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন।


আন্দোলনকারীরা বিদ্যুৎ গ্রাহকরা বলেন, এখনো হাসপাতালে গেলে কানে আহাজরি ভেসে আসে। অনেকে আহত অবস্থায় এখনো কাতরাচ্ছেন। শহীদ ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ সরকার জুলাই বিপ্লবের চেতনা ভুলে হাসিনা সরকারের রেখে যাওয়া সীমাহীন লুটপাটের প্রকল্প প্রি-পেইড মিটার স্থাপন। সেটি কীভাবে অন্তর্র্বতীকালীন সরকার বাস্তবায়ন করতে পারে? এটা প্রশ্নের জবাব রংপুরবাসীর মতো সারা দেশের মানুষ জানতে চায়।


তারা আরও বলেন, দুর্নীতিবাজ আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই-বন্ধু চক্রকে ১৫ লাখ মিটার সরবরাহের কাজ পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন নেসকোর কিছু অসাধু কর্মকর্তা। প্রয়োজন না থাকলেও সেসব মিটার তারা ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চান। এসব প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল আগের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুণ হারে পরিশোধ করতে হচ্ছে। নেসকোর কর্মকর্তারা ফ্যাসিস্ট সরকারের লুটপাটের সহযোগী কোম্পানিগুলোকে কাজ দেওয়ার জন্য দরপত্রে এমনভাবে শর্ত দিয়েছেন, যাতে এই কোম্পানিগুলোই কাজ পায়।

সমাবেশ থেকে আলটিমেটাম দিয়ে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে যদি প্রিপেইড প্রকল্প বাতিল করে প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে ৯ ফেব্রুয়ারি বিদ্যুৎ গ্রাহক ফোরামের পক্ষ থেকে রংপুর শহর অবরোধ করা হবে। প্রয়োজনে রংপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবুও ফ্যাসিস্ট সরকারের বিতর্কিত প্রকল্প বাস্তবায়নের জনগণকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না।


বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম-আহবায়ক খুরশীদ আলম মুন্না, লিখন চৌধুরীসহ অন্যরা।

মন্তব্য করুন


Link copied