আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

প্লাস্টিক দূষণ বন্ধে সচেতনতা বাড়াতে হবে-বিশ্ব পরিবেশ দিবসে নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন

রবিবার, ১ জুন ২০২৫, রাত ১০:১৪

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ "প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনই সময়" প্রতিপাদ্যকে সামনে নিয়ে পরিবেশ রক্ষার আইন ও নীতির কার্যকর প্রয়োগ এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিতের দাবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) 

আজ রবিবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের চৌরঙ্গী মোডে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। তিনি প্লাষ্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে তা বন্ধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান। তিনি আরো বলেন, প্লাষ্টিক দূষণের বিরুদ্ধে টিআইবি-সনাক এর এই উদ্যোগ একদিনের নয়, বরং এটি একটি চলমান আন্দোলনের অংশ। আমরা বিশ্বাস করি, নাগরিক সচেতনতা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যা মোকাবেলা সম্ভব।

এছাড়া মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ঙ্গুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রোজেক্ট কোঅর্ডিনেটর সালমা আক্তার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ মো. আব্দুর রউফ, ডেমোক্রেসি ওয়াচ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিয়া আক্তার, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার প্রশান্ত বসকে, নীলফামারী জেলা পরিবেশ দূষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি এবং দীপ্তমান যুব সংগঠন এর সভাপতি মো. আব্দুল মমিন, সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু, এসিজি সহসমন্বয়ক রুবি বানু ও ইয়েস সহদলনেতা কুমারী বৃষ্টি রানী রায় সহ প্রমূখ।

এসময় অন্য বক্তারা বলেন, প্রতিদিন যে হারে প্লাষ্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে তা পরিবেশ, জলজ জীবন এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই যদি এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভয়াবহ পৃথিবী উপহার দিতে হবে। মানববন্ধনে তারা পরিবেশসংক্রান্ত আইন ও নীতির কার্যকর প্রয়োগ এবং বাংলাদেশের টেকসই পরিবেশ উন্নয়ন নিশ্চিত করতে সকলকে আহ্বান জানান।

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই’, ‘প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পাশাপাশি অধি পরামর্শমূলক কাজের অংশ হিসেবে টিআইবি নীতিনির্ধারণী পর্যায়ে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরেণ। তার মধ্যে তাপমাত্রা হ্রাস এবং খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারের কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করা, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করণ, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করা ও পলিথিনসহ শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করাসহ সনাক—টিআইবি এর পক্ষে ১৪টি সুপারিশ উত্থাপন করা হয়। 

উক্ত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)—এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং ডেমোক্রেসি ওয়াচ, ইউএসএস, ওয়ার্ল্ড ভিশন, বন্ধুসভা, দীপ্তমান যুব সংগঠন, ও স্থানীয় নাগরিক সমাজের সদস্যবৃন্দ অংশগ্রহণপূর্বক সংহতি প্রকাশ করেন।

মন্তব্য করুন


Link copied