আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

ফুলবাড়ীতে সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ আহত-১০

রবিবার, ৪ আগস্ট ২০২৪, বিকাল ০৭:১৯

Advertisement

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সকাল ১১ টার দিকে আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে প্রবেশ করলে হাসপাতাল সংলগ্ন কলেজ রোড এলাকায় ছাত্রলীগ- যুবলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী ও অজ্ঞাত ৪/৫ আন্দোলনকারী আহত হন। পরে ছাত্রলীগ- যুবলীগের নেতাকর্মীরা পিছু হটলে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে প্রবেশ করে। এসময় আন্দোলনকারীরা উপজেলা পরিষদ চত্বরের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা অডিটোরিয়াম ও ফুলবাড়ী থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ এবং উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর মুরাল ভাংচুর করে। এসময় আন্দোলনকারীদের ইটের আঘাতে নাজমুল নামের এক সংবাদকর্মী আহত হন। পরে ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ অফিস, ছাত্রলীগের অফিস, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদের বাসভবন, ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদ হাসান নয়ন পরিচালিত ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠন কার্যালয়, সদরের বৈশাখী হোটেল, জয় বাংলা পাঠাগারে ব্যাপক ভাংচুর চালায়। এসময় পোদ্দার মার্কেট এলাকায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিকের ১ টি মোটরসাইকেল সহ ৫ টি এবং তিণকোনা মোড় এলাকায় ২ টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। দুপুর একটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা তান্ডব চালিয়ে ফেরত যাওয়ার সময় ফুলবাড়ী সোনালী ব্যাংক শাখার সিসি ক্যামেরা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জানালা, নাওডাঙ্গা পুলের পাড় এলাকার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, শাহবাজার রংধনু পাঠাগার ভাংচুর করে চলে যায়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বলেন, থানার সামনে আন্দোলনকারীরা এসে ইট- পাটকেল নিক্ষেপ করে জানালার কাঁচ ভাংচুর করেছে। প্রায় দুই ঘন্টা দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তান্ডব চালিয়েছে। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

মন্তব্য করুন


Link copied