মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী উপজলার দাইনুর সীমান্তে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ জন বাংলাদেশীকে আটক করেছে ২৯ বিজিবি‘র টহল দল।
শুক্রবার (১৯ অক্টোবর) ভোরে ২৯ বিজিবি‘র নিয়মিত টহল দল স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৩১৫/৫ এ এর নিকট দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, নাটর জেলার লালপুর থানার লালপুর কলোনীপাড়ার মচেল শেখের পুত্র কপেশ শেখ (৫৫),ইব্রাহীমের কন্যা চায়না বেগম (৪০), কপেশের পুত্র দবির শেখ (১৬), রজব আলীর পুত্র শামীম শেখ (৩৫),শামীম শেখের স্ত্রী আফরোজা বেগম (৩৫), শামীম শেখের পুত্র আলমাছ শেখ (১৭) শামীম শেখ এর পুত্র মচির শেখ (২৫)।
ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক জানান, বিজিবি কর্তৃক আটককৃত ব্যক্তিগণ প্রকৃত বাংলাদেশী নাগরিক কিনা তা যাচাইয়ের জন্য স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও নিকট আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ পূর্বক জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিক হিসেবে সনাক্ত করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করায় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।