আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

বন্ধুর বাড়ীর শয়ন কক্ষ থেকে হাত-পা বাধা অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার

রবিবার, ১৯ মে ২০২৪, দুপুর ০৩:০৯

Advertisement Advertisement

শাহ্ আলম শাহী,দিনাজপুর:  দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ীর শয়ন কক্ষ থেকে হাত-পা বাধা অবস্থায় সাকিব নামে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। পুলিশের ধারনা তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ রবিবার (১৯ মে) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউপি'র টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ির শয়ন কক্ষে চাদরে মোড়ানো হাত-পা বাঁধা অবস্থায় সাকিব হাসান ( ১৮)  এর মরদেহ পুলিশ উদ্ধার করতে সক্ষত হয়।
হত্যার শিকার সাকিব হাসান (১৮) বোচাগঞ্জের  নাফানগর উত্তরপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

বোচাগঞ্জ থানার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনা নিশ্চিত করে জানান, 'সকালে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ফোলা এবং দুর্গন্ধময় ছিল। এসময় বাড়ীতে একজন বাক প্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিলনা।গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা পালিয়েছে। গৃহকর্তা লাইসুরের ছেলের সাথে সাকিবের বন্ধত্ব ছিল। হত্যার কোন কারণ এখনো জানা যায়নি। ওই বাড়ির কাউকে আটক করা গেলে হত্যাকান্ডের প্রকৃত মোটিভ খুঁজে পাওয়া যাবে। এজন্য পুলিশী তৎপরতা অব্যাহত আছে। মরদেহ ময়না তদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।'

সাকিবের পিতা মমিনুল ইসলাম জানান,  শুক্রবার বিকালে কৃষি কাজ শেষে বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফিরনি সাকিব। বন্ধুদের সাথে রয়েছে মনে নিখোঁজের বিষয়ে থানায় কোন অভিযোগ জানানো হয়নি। আজ ( ১৯ মে) সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তারা।

এর আগে শনিবার দিবগত রাতে উপজেলার টেনা গ্রামের লাইসুরের বাড়ী থেকে দুর্ঘন্ধ ছড়াচ্ছে মর্মে এলাকাবাসী নাফানগর ইউপি চেয়ারম্যান শাহান পারভেজকে অবগত করে।

বোচাগঞ্জ থানা পুলিশ সকালে  ঘটনাস্থলে গিয়ে সাকিবের বন্ধু মিরাজ হোসেন এর শয়ন কক্ষের বিছানা থেকে কাথা বালিশ দিয়ে মুড়ানো অবস্থায় সাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত সাকিব নাফানগর টেকনিক্যাল কলেজের ছাত্র।

মন্তব্য করুন


Link copied