আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে রেকর্ডের মালা গাঁথলেন শামি

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৮:৩৯

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২২৮ রানে গুঁড়িয়ে দেওয়ায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে বড় অবদান মোহাম্মদ শামির। ৫৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেছেন ইনজুরিফেরত এই পেসার। আজ ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে ২০০ উইকেট শিকার করলেন শামি। জাকের আলী ছিলেন শামির ২০০তম উইকেট।

মাত্র ১০৪টি ম্যাচ খেলেই ২০০ উইকেট শিকার করলেন শামি। ভারতীয়দের মধ্যে এর চেয়ে দ্রুতগতিতে এই মাইলফলক স্পর্শ করতে পারেননি কেউ। দুইয়ে থাকা অজিত আগারকার শামির অনেক পেছনে। দুই শ উইকেটের মাইলফলকে পৌঁছাতে আগারকারের লেগেছিল ১৩৩ ম্যাচ।

ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম হলেও পুরো বিশ্ব হিসাব করলে দুইয়ে চলে আসবেন শামি। তার চেয়েও দ্রুতগতিতে ওয়ানডেতে দুই শ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের লেগেছে ১০২ ম্যাচ। 

ওয়ানডেতে শামির গড় পঁচিশেরও নিচে। এরই মধ্যে পাঁচবার ৫ উইকেট ও দশবার ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। অষ্টম ভারতীয় বোলার হিসেবে দুই শ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন তিনি। 

বলের বিচারে শামি অবশ্য ২০০ উইকেট নেওয়া সবচেয়ে দ্রুততম বোলার। এই মাইলফলকে পৌঁছাতে তার লেগেছে ৫ হাজার ১২৬ বল। স্টার্কের লেগেছে ৫ হাজার ২৪০ বল। 

শামি এদিন আরও রেকর্ড গড়েছেন। আইসিসির ৫০ ওভারের দুইটি টুর্নামেন্ট— ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে এখন সবচেয়ে বেশি উইকেট শামির। তার ঝুলিতে আছে ৬০টি উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯টি উইকেট জহির খানের। এছাড়া জাভাগল শ্রীনাথ তৃতীয় সর্বোচ্চ ৪৭ ও রবীন্দ্র জাদেজা চতুর্থ সর্বোচ্চ ৪৩টি উইকেট শিকার করেছেন।

মন্তব্য করুন


Link copied