আর্কাইভ  শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ● ১২ শ্রাবণ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২৭ জুলাই ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: নাশকতার আগে এক লাখ সিম যুক্ত হয় ঢাকার নেটওয়ার্কে       রংপুরে ১২ মামলায় গ্রেপ্তার ১৭৫       আহতরা যেই দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী       ২৭শে জুলাই রংপুর বিভাগের আট জেলায় কারফিউ শিথিল       সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বেরোবি প্রশাসনের      

 width=
 

বেরোবিতে উত্তরবাংলা ডটকম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৫২

ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২২টি বিভাগের অংশগ্রহণে উত্তরবাংলা ডটকম আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল ক্লাবের এ খেলা শুরু হয়। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও উপদেষ্টা দফতরের পরিচালক সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় লড়াই করে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ বনাম ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ। 

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বাবুল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড.এ আর এম তৌফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও উপদেষ্টা সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদসহ বিভিন্ন বিভাগের ফুটবল প্রেমীরা।

এ সময় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, সব খেলোয়াড়দের নিয়ে বসে একটা রূপ রেখা তৈরি করব, কীভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া যায়।

মন্তব্য করুন


 

Link copied