আর্কাইভ  বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪ ● ২৩ কার্তিক ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০২৪
 
 width=
 


 

 

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ট্রাম্পের, উচ্ছ্বসিত জনতা

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

লালে রঙিন যুক্তরাষ্ট্র : ইতিহাস গড়ে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পকে মোদির অভিনন্দন

ট্রাম্পকে মোদির অভিনন্দন

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বিজয়ী ভাষণে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

 
 width=
 
শিরোনাম: অনলাইনে জুয়ার ফাঁদ বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে       নতুন ইসি গঠনে ৫ জনের নাম দিলো বিএনপি       ঢাবির হলগেটে ছাত্রদলের পোস্টার, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ       সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ       রাষ্ট্রপতিকে না হটানো পর্যন্ত আন্দোলন চলবে : সারজিস      

 

বেরোবিসাসের দশক পূর্তি : নতুন কার্যালয় উদ্বোধন

রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, রাত ০৯:৩৭

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাংবাদিক সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক দশক পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাংবাদিক সমিতির কার্যলয়ে এসে শেষ হয়। এরপর ক্যাফেটেরিয়ার নিচতলায় বেরোবিসাসের কার্যালয় উদ্বোধন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। পরে ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পতনে গণমাধ্যমের ভূমিকা ছিলো অপরিসীম। বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণেও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরা সাংবাদিকরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন, তা দেশের মানুষের জন্য অনুকরণীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতা সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক দশক পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

সভায় আরো বক্তব্য দেন- প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামানিক, সাংবাদিকতা বিভগের বিভাগীয় প্রধান  তাবিউর রহমান প্রধান, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো হারুন আল রশীদ, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ শিকদার, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান হিমেল।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ অক্টোবর  ‘তথ্যই শক্তি’ স্লোগান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। 

মন্তব্য করুন


 

Link copied