নিউজ ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন না দিয়ে শীতকালীন ছুটির মধ্যে রাখায় এই তফসিলকে প্রত্যাখ্যান করেন তাঁরা।
মঙ্গলবার রাত ৯টায় তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এর সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন বেরোবি শিক্ষার্থীরা। এর আগে তফসিল ঘোষণার দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
তফসিল ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, 'আজ একটি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে একধরনের হঠকারিতা করল। এটাকে নির্বাচন বিলম্বিত করা এবং ব্রাকসুকে দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা বলে আমরা মনে করি। বন্ধের মধ্যে নির্বাচন দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রতারণার শামিল। এই তফসিলকে প্রত্যাখ্যান করে আমরা বলতে চাই, তফসিল পুনর্বিবেচনা করে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন দিতে হবে।'
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, 'তাঁরা নামমাত্র একটা তারিখ প্রকাশ করেছে। এতে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমরা বলব, শীতকালীন ছুটির আগে তারা যেন কোনো তারিখ পুনর্বিবেচনা করে। যদি তারা না করে, আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।'
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, ‘আমরা এই তফসিল প্রত্যাখ্যান করি। কারণ, এতে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হবে না। এ ছাড়া আরও সমস্যা আছে; যেমন এই সময়গুলোতে জাতীয় নির্বাচনের উৎসব চলে আসবে। তখন আমাদের ব্রাকসু হবে কি না, এটা নিয়ে সংশয়ে পড়ে যাব।'
অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, 'এই তফসিলে আমাদের কোনো আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। আমরা এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দলের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেছে।'
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. মাসুদ রানা বলেন, 'ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, কী রকম সময় লাগে এবং যেন অন্যান্য বিশ্ববিদ্যালয়, যেগুলোতে তারিখ পরিবর্তন হচ্ছে বা হয়েছে, সে রকম যেন আমাদের ব্রাকসুতে তারিখ পরিবর্তন করতে না হয়, সব দিক বিবেচনা করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আর শীতকালীন ছুটির বিষয়ে একাডেমিক কাউন্সিলের আগামীকাল (বুধবার) মিটিং ডাকা হয়েছে; ডিসেম্বরের ছুটি পিছিয়ে সেটি জানুয়ারিতে করা হতে পারে।'
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর ব্রাকসু নির্বাচনের তারিখ রেখে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।