আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

রংপুরের পীরগাছায় একমাসে ১২টি ট্রান্সফরমার চুরি

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, বিকাল ০৫:০৬

Advertisement

মমিনুল ইসলাম রিপন : ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে টাউন হল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য সার্জেন্ট ইশরাক জামিল জানান, ‘অন্তবর্তীকালীন সরকার সংস্কার কাজের মাধ্যমে দেশে স্থিতিশীলতা আনার চেষ্টা করে যাচ্ছেন। ঠিক সেই সময় দেশ বিরোধী কিছু দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ ও দেশের সংখ্যালঘুদের সম্পর্কে নানা গুজব চালানো হচ্ছে। সরকারপ্রধান জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমরা সেই ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি। ভারতীয় গণমাধ্যম, ভারতের রাজনীতিবীদসহ সকল ষড়যন্ত্রকারী ব্যক্তিদের বিরুদ্ধে অবসরপ্রাপ্তসশস্ত্র বাহিনীর সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবে।’

এ সময় দেশের যে কোন সংকটে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী রংপুর অঞ্চলের আহ্বায়ক কর্ণেল নিয়ামুল ইসলাম ফাতেমীসহ অন্যরা। এরপর ব্যানার-ফেস্টুন সম্বলিত একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মন্তব্য করুন


Link copied