স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ‘আশা’ গোলাহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে দুইশ দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান ছাড়াও ফিজিওথেরাপি সেবা প্রদান করা হয়।
সকালে স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন আশা গোলাহাট স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার সুমাইয়া তাছনীম। এসময় সংস্থার জেলা কার্যালয়ের সিনিয়র ব্যবস্থাপক নজরুল ইসলাম, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মাহমুদা বিনতে ইয়াকুব, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেনারি সার্জন আব্দুল করিম ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আল মুঈদ আলাল উপস্থিত ছিলেন।
আশা গোলাহাট সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. সুমাইয়া তাছনীন সুমী জানান, দেশের ৯১টি কেন্দ্রে ও ১২টি সমন্বিত কেন্দ্রে একযোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এতে ৩০হাজার টাকার ঔষুধ বিনামুল্যে দেয়া হয় আগত সেবাগ্রহীতাদের।