নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত জাতীয় আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
শনিবার (১২ ডিসেম্বর, ২০২১) অনুষ্ঠিত ভার্চুয়াল বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস ইউনিটের বিতার্কিক দল।
রোভার সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম জানান, আগামী ২৬ ডিসেম্বর গাজীপুরের বাহাদুরপুর রোভার পল্লীতে সশীরের ফাইনাল অনুষ্ঠিত হবে। বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাঈদুর জামান বাপ্পি, পরিসংখ্যান বিভাগের রাতুল বসাক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাব্বির ইশতিয়াক আহমেদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।