আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, এবার শাহবাগ আওতামুক্ত

শনিবার, ১০ মে ২০২৫, দুপুর ০৩:১৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  এতদিন শাহবাগও এই নিষেধাজ্ঞার আওতায় ছিল, এখন শাহবাগকে বাদ দিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি দেওয়া হল। 

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

এতদিন শাহবাগও এই নিষেধাজ্ঞার আওতায় ছিল, এখন শাহবাগকে বাদ দিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি দেওয়া হল।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত যমুনার সামনে বিক্ষোভ, সমাবেশ এবং এর পর থেকে শাহবাগে টানা অবরোধ চলার মধ্যে শনিবার ডিএমপির এ নির্দেশনা এল।

সেখানে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

“বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।"

পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি সামাল দিতে এর আগে গত ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সে সময়ও বলা হয়েছিল– পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সেটি তুলে নেওয়া হয়েছিল কিনা সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।

মার্চের ওই গণবিজ্ঞপ্তিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছিল।এবারের গণবিজ্ঞপ্তিতে শাহবাগ মোড়কে এই তালিকায় রাখা হয়নি।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত এনসিপিসহ অন্য সংগঠনগুলো শুক্রবার বিকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই অবস্থান না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।

এদিকে জনগণের ভোগান্তি কমাতে সড়ক ছেড়ে ‘সঠিক’ জায়গায় দাবি-দাওয়া তুলে ধরতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয়, এজন্য কিন্তু আপনারা সচেতন করতে পারেন। সবাই দাবি-দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে- যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো, এ ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন। …যদি যৌক্তিক দাবি থাকে, প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো।”

মন্তব্য করুন


Link copied