সংবাদ সম্মেলনের পর আজহারুল ইসলামের সঙ্গে কথা বলেছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন কোন নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে, জানতে চাইলে তিনি নাম বলতে পারেননি। আজহারুল ইসলাম দাবি করেন, তিনি কারও দ্বারা প্রভাবিত সংবাদ সম্মেলন করেননি।
এ বিষয়ে জানতে চাইলে আজহারুলের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তাঁর ছোট ভাই আতিকুল ইসলাম। পারিবারিক ঘটনা হওয়ায় এসব প্রকাশ করতে চাননি উল্লেখ করে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান ওখানে চাঁদা দাবি করতে গিয়েছিলেন। তিনি পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। শিগগির আইনি ব্যবস্থা নেবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের কয়েকজন নেতা ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই কথোপকথনের ভিডিওটি এক সপ্তাহ আগের। রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকোপার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কথোপকথনের কথা স্বীকার করে ইকোপার্কের পরিচালক বেলাল হোসেন বলেন, নাহিদ তাঁর কাছে এক লাখ টাকা চাচ্ছিলেন। তিনি জেলা প্রশাসকের ভয় দেখান, এর ভয় দেখান, ওর ভয় দেখান। ভিডিওটি তাঁরাই করেছিলেন এবং পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছিল। তবে ভিডিওটি তাঁরা ফেসবুকে ছড়িয়ে দেননি, তা দাবি করেন বেলাল।