নিজস্ব প্রতিবেদক: ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যে রংপুরে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস, ২০২৫’ উদ্যাপিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) সকালে রংপুর পুরাতন সদর হাসপাতালের কনফারেন্স রুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হারুন-অর-রশীদ। রংপুর সিভিল সার্জন অফিস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভার শুরুতে ওয়াল্ড হেল্থ অর্গানাইজেশনের রংপুর প্রতিনিধি ডা. মাহবুবুর রহমান দিবসটি উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক বার্তা পৌঁছানোর একটি বড়ো সুযোগ। রোগ প্রতিকার করার চেয়ে রোধ প্রতিরোধ করাই উত্তম। এজন্য জনসচেতনার কোনো বিকল্প নেই। নিরাপদ জন্ম প্রসঙ্গে তিনি বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। এজন্য নিরাপদ জন্ম নিশ্চিতে সরকার ও বিভিন্ন এনজিও একত্রে কাজ করছে। এখনো অনেক মানুষ আছেন, যারা সচেতন হতে আগ্রহী নয়, তাদের জন্য আমাদের এনজিওগুলোর একটি বিশেষ গ্রুপ কাজ করে যাচ্ছে। এই গ্রুপটি নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জনসচেতনতা তৈরি করছে এবং স্বাস্থ্যকর্মীরাও মাঠ পর্যায়ে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে একত্রে কাজ করার আহ্বান জানান।
আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর পুরাতন সদর হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মেশকাতুল আবেদ, ডাঃ মোঃ ওয়াজেদ আলী প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ডাক্তার, শিক্ষার্থী, স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ও এনজিও প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।