আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

যে কারণে কিছু মানুষ ভূমিকম্প টের পান না

রংপুর আদালত চত্ত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা ঘোষণা

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫, রাত ১০:০৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুর আদালত চত্ত্বরকে ‘ধুমপান মুক্ত’ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ, ধুমপান ও মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির।

এ নিয়ে প্রচারণার পাশাপাশি আগামী সপ্তাহ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা করার কথা জানান তিনি।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিখ হোসেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিব, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার ও পরিবেশ আন্দোলন-মাপার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরী।  

বক্তারা বলেন, পরিবেশ দূষণ রোধে সকল নাগরিককে সচেতন হতে হবে। বিশেষ করে প্লাষ্টিকের মাধ্যমে আমাদের পরিবেশ ও প্রাণিকূল বিপন্ন হতে চলেছে। তাদের রক্ষায় প্লাষ্টিকের ব্যবহার শুণ্যের কোঠায় নামিয়ে আনতে হবে। প্লাষ্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধে অভিযান করতে হবে। এছাড়া ধুমপান ও মাদকের বিস্তার রোধে সকলকে এগিয়ে আসতে হবে।

মানবাধিকার ও পরিবেশ আন্দোলন- মাপা, আরডিআরএস ও বাংলাদেশ মহিলা পরিষদ এই ক্যাম্পেইনের আয়োজন করে। এতে বিচারকৃবন্দ, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর আদালতের পুকুর পাড়ে ফলদ গাছের চারা রোপন করেন ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা।

মন্তব্য করুন


Link copied