নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় রংপুর বিভাগের ৮ জেলার ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৬১ জন এবং ছাত্রী ৯৮ হাজার ৫৭৫ জন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর তথ্য অনুযায়ী, এ বছর রংপুর বিভাগের ৮ জেলায় ২৭৮টি পরীক্ষাকেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রংপুরে ৫০টি, গাইবান্ধায় ৪০টি, নীলফামারীতে ২৭টি, কুড়িগ্রামে ৩৪টি, লালমনিরহাটে ২০টি, দিনাজপুরে ৬১টি, ঠাকুরগাঁওয়ে ২৪টি ও পঞ্চগড়ে ২২টি।
এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ১৩ই ফেব্রুয়ারি থেকে ১২ই মার্চ, ২০২৪ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যে-কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। গত ৫ই ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারীকৃত পত্রে এসব নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ৩ হাজার ৭০০টি পরীক্ষাকেন্দ্রে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।