আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে সৈয়দপুর বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানান।

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, রাত ১০:১৬

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন রংপুর।। নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক, দেশবরেণ্য বহুমাত্রিক কবি আব্দুল হাই সিকদার বলেছেন,একজন মানুষের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান,  চিকিৎসা, আলো এবং বাতাস প্রয়োজন ঠিক তেমনিভাবে বাংলাদেশের জন্য সবসময়ই প্রাসঙ্গিক কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ মানেই নজরুল। যেখানে শোষণের বিরুদ্ধে শোসিতের উচ্চারণ সেখানেই নজরুল।
 মঙ্গলবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, কার্যকরি সদস্য হুমায়ন কবির মানিক, কালের কন্ঠ রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম রফিক, ইউনিয়নের সদস্য মেজবাহুল হিমেল, রাশেদ রাব্বী, রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি আজ বুধবার সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নামে নজরুল স্কয়ার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে দুইদিনের সফরে রংপুর সফরে আসেন।
কবি আব্দুল হাই শিকদার আরও বলেন, জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে তাই কবি নজরুলের লেখা অনিবার্য বিপ্লবের প্রতীক হয়ে স্লোগান দেয়াল সহ প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ পুলিশ নজরুলকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল স্কয়ার নির্মাণের যে উদ্যোগ নিয়েছে এজন্য রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে আলোড়িত এবং জাগড়িত হবে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রবিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।
প্রসঙ্গত : ১৯৮৭ সাল থেকেই কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে কোনো গেজেট প্রকাশিত হয়নি। শুধুমাত্র কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনেই তাকে জাতীয় কবি হিসেবে উল্লেখ করা আছে। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে  প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। ১৮৯৯ সালের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে কবিতা, গান, উপন্যাস, ছোটগল্পসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান তুলনাহীন।

মন্তব্য করুন


Link copied