স্টাফরিপোর্টার,নীলফামারী॥ র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর অভিযানে প্রায় ১৯৩ কেজি গাঁজা সহ মোঃ জুলফিকার ঢালী (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহ¯পতিবার (৬ জুলাই) নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং’এ তথ্য জানান কোম্পানী অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
জুলফিকার ঢালী ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের অরাজি মিলনপুর গ্রামের আবু সাঈদ ঢালীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, আটককৃত জুলফিকার দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসার সাথে স¤পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষের ভিতরে ১৯৩ কেজি গাঁজা সহ, ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ১লাখ ৩০হাজার ২০০টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। সাম্প্রতিক সময়ে এটি মাদকের একটি বড় চালান। আমরা চেষ্টা করছি এই চালান কোথা থেকে এসেছে তা উদঘাটন করার। তার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এসময় নীলফামারী র্যাব-১৩, সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম, ফাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।