মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে মোতালেব খাঁ। ঘটনার পরপরই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন ।
টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান বলেন, মামলার মূল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আমরা শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।