আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

সরকার উৎখাতের ষড়যন্ত্র

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, রাত ১০:৫১

ফাইল ছবি

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্র ও গৃহযুদ্ধের পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন খান।

জসিম উদ্দীন খান জানিয়েছেন, ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের জুম মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয়েছে।

গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করা হয়। সেখানে সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সিআইডির তদন্ত অনুযায়ী, ওই বৈঠকে ৫৭৭ জন অংশ নেন এবং শেখ হাসিনার সব নির্দেশ পালনের বিষয়ে একমত হন।

মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। এছাড়া অনলাইন বৈঠকে অংশ নেওয়া আরও ৫০৩ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈঠকের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেওয়া হবে না—এমন বক্তব্য এসেছে আলোচকদের কাছ থেকে। সরকার উৎখাতের জন্য গৃহযুদ্ধের ডাক দেওয়া হয় এবং ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহের উপাদান স্পষ্টভাবে পাওয়া গেছে।

সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম মিটিংয়ে বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের ঘোষণা দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করলে আদালত তা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মন্তব্য করুন


Link copied