স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী নাজমুল হোসেন (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার(৩ সেপ্টেম্বর) সৈয়দপুর পৌর এলাকার কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল একই এলাকার বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহে নাজমুল স্ত্রীর সাথে অভিমান করে প্রতিবেশী তছির উদ্দিনের বাগানের গাছে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।