আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী- যথেষ্ট ভালো, মির্জা ফখরুল

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

নারী উদ্যোক্তা তনির বিরুদ্ধে সাবেক স্বামীর অভিযোগ

সৈয়দপুর বিমানবন্দরের সাড়ে ৫ ঘণ্টার পর ফ্লাইট চলাচল স্বাভাবিক ॥ বিকল উড়োজাহাজ পার্কিংয়ে

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, দুপুর ০৪:০৮

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে মঙ্গলবার(২৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে কয়েকটি ফ্লাইটের শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। 
এদিকে দুপুর ২টার দিকে ত্রুটিপূর্ণ বিমান রানওয়ে থেকে সরানোর পর সাড়ে ৫ঘন্টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টেকনিশিয়ানরা ত্রুটি সারানোর চেষ্টা করছে। এর আগে সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণের পর নোস হুইলে (সামনের চাকায়) ক্রটি দেখা দেয়। রানওয়েতে থাকা বিমানের ত্রুটি সারানোর চেষ্টা করেও বিফল হয়ে অচল বিমানটিকে সেনাবাহিনীর একটি দলের সহযোগিতায় পার্কিংয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। 
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় নোস হুইলে (সামনের চাকা) ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটি থেমে গেলে অল্পের জন্য বিমানের যাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পান। 
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরনের সময় সামনের চাকায় ক্রটি দেয়া দেয়। টেকনিশিয়ানরা ৫ ঘন্টার চেষ্টার পরেও ত্রুটি ঠিক করতে পারেনি। ফলে সৈয়দপুর সেনাবাহিনীর একটি দলের সহযোগিতায় বিমানটি পার্কিংয়ে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তিনি জানান, টেকনিশিয়ানরা এখনও চেষ্টা করছে ক্রটি সারানোর। 
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানের ক্রটি সারাতে প্রথমে টেকনিশিয়ান ও পরে সেনাবাহিনীর একটি দল কাজ করে। কিন্তু ক্রটি সারাতে সময় লাগতে পারে। এ কারণে ক্রটিপূর্ণ বিমানটিকে পার্কিংয়ে রেখে অন্য ফ্লাইটগুলোর চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied