ডেস্ক: এক হাজার টাকার লাল নোট ‘বাতিলের ঘোষণা’ গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ‘১০০০ টাকার লাল নোট বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক’, এমন তথ্য প্রচার করেছে বেসরকারি একটি টেলিভিশন। বিষয়টি সম্পূর্ণ ‘ভুয়া’ ও ‘মিথ্যা’ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ হাজার টাকার লাল নোট আগামী ৩০ মে থেকে অচল হিসেবে গণ্য হবে, এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম এবং অনলাইন প্লাটফর্মে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো হচ্ছে, বাংলাদেশ ব্যাংক ১ হাজার মূল্যমানের নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি।
জনসাধারণকে এই গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ ব্যাংক।