স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে র্যাব-১৩ সিপিসি-২ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার(৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(৪ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়াডের পশ্চিম কুচিয়ামোড় গ্রামের জনৈক সুকারু ভাড়াবাসায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ছলেমান আলী(৪৮) ঘর থেকে একশ তেইশ বোতল ফেনসিডিল ও দুইশত পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ছলেমান আলীকে গ্রেপ্তার করা হয়। ছলেমান আলী উক্ত ইউনিয়নের পশ্চিম কুচিয়ামোড় (পাঠানপাড়া) গ্রামের এছলাম উদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছলেমান দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসা করে আসছিল।
পরে মাদকদ্রব্য আইনে নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়।